১।
কেন্দ্রীয় শহীদ মিনার / Central Shaheed
Minar
শহীদ
মিনার বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবোজ্জল স্মৃতির ধারক। ঢাকা মেডিক্যাল কলেজের পাশেই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। সময় পেলেই একটি বিকেলে ঘুরে আসতে পারেন ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ থেকে।
২।
রোজ গার্ডেন প্যালেস / Rose Garden
Palace
রাজধানী
ঢাকার টিকাটুলিতে নয়নাভিরাম রোজ গার্ডেন প্যালেস ঢাকার অন্যতম আকর্ষণ। প্রাসাদের সামনে বাগানে রয়েছে মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি। ছুটির দিন ছাড়া অন্য সকল দিনই রোজ গার্ডেন দেখতে পারবেন।
পুরান
ঢাকার আরমানিটোলা এলাকায় আবুল খয়রাত সড়কে তারা মসজিদটি অবস্থিত। ১৮ শতকের শুরুর
দিকে তৎকালীন ঢাকার জমিদার মির্জা গোলাম পীর তারা মসজিদ নির্মাণ করেন।
আহসান
মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা শহরের প্রথম ইট-পাথরের তৈরি
স্থাপত্য নিদর্শন। মার্বেল পাথরের এই প্রাসাদের ভেতরে
রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল এবং বিলিয়ার্ড
খেলার জায়গা। আহসান মঞ্জিলের রংমহলের ২৩ টি কক্ষে ৪
হাজার ৭৭ নিদর্শন রয়েছে।
৬। জাতীয় জাদুঘর / National Museum
জাতীয়
জাদুঘর বাংলাদেশের যুগ যুগ ধরে বেড়ে উঠার সমস্ত স্মৃতি চিহ্ন ধারাবাহিকতার সাথে আগলে রেখে চলেছে। শাহবাগ এলাকায় অবস্থিত দক্ষিণ
এশিয়ার সর্ববৃহৎ এ জাদুঘরে
৪৬টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি
নিদর্শন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও সরকারির ছুটির
দিন জাতীয় জাদুঘর বন্ধ থাকে।
দোহার
উপজেলার মৈনট ঘাট বর্তমানে 'মিনি কক্সবাজার' নামে পরিচিত। পদ্মার এক পাড়ে দোহার
আর অপর পাড়ে ফরিদপুর। বিশাল
চর মানুষকে সাগরের বেলাভূমির কথা মনে করিয়ে দেয় আর সামনের বিস্তীর্ণ
পদ্মা হয়ে যায় সাগর।
৮। গোলাপ গ্রাম সাদুল্লাহপুর / Rose Village Sadullahpur
সাভারের
বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরের অবস্থিত সাদুল্লাপুর গ্রামটিই বর্তমানে গোলাপ গ্রাম হিসাবে পরিচিত। নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাহপুর গ্রামটিকে একটি বাগান মনে হয়।

Comments
Post a Comment